প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2025 ইং
মধুপুরে হতদরিদ্র গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ

‘গর্ভবতী মায়ের সেবা করি, সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করি’-এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে হতদরিদ্র গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গত শনিবার (১ নভেম্বর) বিকেলে মধুপুরের মির্জাবাড়ী, দুর্গাপুর ও মধুপুর পৌরসভার কর্নেল আজাদ সমর্থিত বিএনপি কার্যালয়ে গর্ভবতী মায়েদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
গর্ভবতী মায়েদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আজাদ বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। গর্ভাবস্থায় যদি মায়েদের সুষম ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত না হয়, তাহলে সুস্থ ও সবল শিশু জন্মদান সম্ভব নয়। তাই গর্ভবতী মায়েদের যত্ন নেওয়া সবার দায়িত্ব।”
তিনি আরও বলেন, গর্ভবতী মায়ের যত্নে সুষম খাদ্যগ্রহণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত বিশ্রাম ও ভারী কাজ এড়িয়ে চলা জরুরি। এই সময়ে মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সুস্থ শিশুর জন্মে সহায়ক ভূমিকা রাখে। এ সময় তিনি গর্ভবতী নারীদের জন্য বিভিন্ন পরামর্শমূলক বক্তব্যও প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরশাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, ধনবাড়ীর বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, মঞ্জু ফকির, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেনসহ অন্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মধুপুর-ধনবাড়ীর কর্নেল আজাদ সমর্থিত বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com